কোম্পানীগঞ্জে জামায়াত নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৪:০৬ পিএম, ১৬ মে ২০১৭

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার জামায়াত নেতা হাজী মফিজকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে পৌরসভার ৯ নং ওয়ার্ডের নিজ বাড়ি মফিজ মঞ্জিল থেকে তাকে গ্রেফতার করা হয়।

কোম্পানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ফজলে রাব্বি জানান, শনিবার যুদ্ধাপরাধের দায়ে আমৃত্যু সাজাপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর মুক্তির দাবিতে কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের ব্যানারে ঝটিকা বিক্ষোভ মিছিল করে। এতে নেতৃত্ব দেন উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ বেলায়েত হোসেন, সেক্রেটারি মাওলানা মোশারফ হোসাইন, ও হাজী মফিজসহ আরও অনেক নেতাকর্মী। খবর পেয়ে পুলিশ গেলে মিছিল থেকে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। সেই মামলায় মঙ্গলবার বিকেলে কোম্পানীগঞ্জ থানার এসআই মাসুদ রানার নেতেৃত্বে পুলিশ হাজী মফিজের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।  তার বিরুদ্ধে থানায় আরও দুটি মামলা রয়েছে।

মিজানুর রহমান/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।