উল্লাপাড়ায় স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


প্রকাশিত: ০৯:২৭ এএম, ১৭ মে ২০১৭

সিরাজগঞ্জর উল্লাপাড়ায় ফারজানা জাহান (১৪) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার চর নেওয়ারগাছার নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ফারজানা পৌর এলাকার চর নেওয়ারগাছা গ্রামের ফজলুল হকের মেয়ে এবং স্থানীয় জহুরা মহিউদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।

পুলিশ ও স্থানীয় জানায়, স্কুল ছাত্রী ফারজানার মা মারা যাওয়ার পর তার বাবা আবার দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকে সৎ মায়ের সঙ্গে থাকত সে। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে মঙ্গলবার রাতের কোনো এক সময় তাদের তাঁত ঘরের ধরনার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে ফারজানা।

উল্লাপাড়া মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) সাচ্চু বিশ্বাস এ তথ্য নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজাগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহের শরীরের কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।