ফেনসিডিলসহ দুই নারী মাদক ব্যবসায়ী আটক
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার শ্যামলীপাড়া এলাকা থেকে ৩৫ বোতল ফেনসিডিলসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের উল্লাপাড়া শ্যামলীপাড়া বাসস্ট্যান্ডে পাবনা ট্রাভেলসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- রাজশাহী জেলার মতিহার থানার দাসমাড়ি গোরস্থান মোড় পূর্বপাড়া গ্রামের জমশের আলীর স্ত্রী শাহিনূর বেগম (৪৫) ও একই গ্রামের মৃত শামসুল হকের স্ত্রী সাহিদা বেগম (৪৬)।
উল্লাপাড়া মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, পাবনা থেকে ঢাকাগামী পাবনা ট্রাভেলসে ওই দুই নারী মাদক ব্যবসায়ী শরীরের বিভিন্ন জায়গায় ফেনসিডিল বেঁধে নিয়ে ঢাকায় যাচ্ছিল- এমন গোপন সংবাদের ভিত্তিতে উল্লাপাড়ার শ্যামলী বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী বাসটির গতিরোধ করে পুলিশ তল্লাশি চালায়।
এ সময় সাহিদা ও শাহিনূর বেগমের শরীর থেকে ৩৫ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করা হয়। এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সকালে তাদের আদালতে পাঠানো হবে বলে জানান এসআই।
ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/এমএস