সাভারে প্রাণ-এর কনসার্টে শিশু নির্যাতন রুখে দেয়ার প্রত্যয়


প্রকাশিত: ০২:৫২ পিএম, ১৯ মে ২০১৭

‘শিশু নির্যাতন রুখে দাও’ স্লোগান নিয়ে সাভারে প্রাণ-এর কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সাভার অধর চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে এই কনসার্টের আয়োজন করা হয়।

সাম্প্রতিক সময়ে বেড়ে চলা শিশু নির্যাতন প্রতিরোধ এবং এ বিষয়ে গণসচেতনতা তৈরিই এ কনসার্টের মূল লক্ষ্য।

বিজ্ঞাপন

কনসার্টে গান পরিবেশন করেন বাউল ফকির আলমগীর, বিবর্তন ব্যান্ড, কন্ঠ শিল্পী আনিসা,  কাজী নওরীন, পাওয়ার ভয়েজ খ্যাত শিল্পী মাসুম।

অনুষ্ঠানের শুরুতেই গান পরিবেশন করেন বিবর্তন ব্যান্ড দল এবং ফকির আলমগীর। এরপর একে একে দর্শকদের মাতিয়ে তোলেন কন্ঠ শিল্পী আনিসা ও কাজী নওরীন। সবশেষে পাওয়ার ভয়েজ খ্যাত শিল্পী মাসুম কাপিয়ে তোলেন মঞ্চ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুরো কনসার্টে সঞ্চালকের সঙ্গে কন্ঠ মিলিয়ে শিশু নির্যাতন প্রতিরোধে সচেতন হওয়ার প্রত্যয় ব্যক্ত করে হাজার হাজার দর্শক।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

এ সময় অন্যান্যের মধ্যে অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর অল টাইম-এর পক্ষে হেড-অব মার্কেটিং মনিরুল ইসলাম, ব্রান্ড ম্যানেজার সামিউর রহমান উপস্থিত ছিলেন।

আল-মামুন/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।