পাকশী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি গ্রেফতার


প্রকাশিত: ১২:২৩ পিএম, ৩০ মে ২০১৭

ঈশ্বরদীর পাকশী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সদরুল আলম পিন্টুকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরের দিকে তাকে গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে রূপপুর পরমাণু বিদ্যুত প্রকল্প কাজে বাধা ও হামলা, একজন ছাত্রলীগ কর্মীর হাত কাটাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তালুকদার আব্দুল হাই গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে পাকশীর রূপপুরের চারাবটতলার একটি চায়ের দোকান থেকে পিন্টুকে গ্রেফতার করা হয়।

আলাউদ্দিন আহমেদ/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।