পটুয়াখালীতে ইয়াবাসহ নারী আটক


প্রকাশিত: ০৬:২১ এএম, ০১ জুন ২০১৭

পটুয়াখালীতে ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ মোসা. ফাতিমা আক্তার (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহিপুর থানা পুলিশ।

বৃহস্পতিবার সকাল ৯টায় কুয়াকাটা-পটুয়াখালী মহাসড়কের পাশের নয়াপাড়া নামক স্থান থেকে তাকে আটক করা হয়।

মহিপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হাফিজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফাতিমাকে আটক করা হয়৷ ফাতিমার বাড়ি কক্সবাজার এলাকায় হলেও সে স্বামী ফয়েজ হোসেনের সঙ্গে মহিপুরে ভাড়া বাসায় থাকেন৷ তার বিরুদ্ধ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মহিবুল্লাহ চৌধুরী/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।