পটুয়াখালীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু


প্রকাশিত: ০৩:১৬ পিএম, ০৫ জুন ২০১৭

পটুয়াখালীর রাঙ্গাবালীতে বজ্রপাতে অহিদুল মোল্লা (২৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের সাজির হাওলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত অহিদুল মোল্লা একই গ্রামের আকবর মোল্লার ছেলে।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় বাড়ির পাশের খেত থেকে গরু আনতে গিয়ে অহিদুল মোল্লা বজ্রপাতের শিকার হন। এ সময় খেতে উপস্থিত অন্য কৃষকরা তাকে আহত অবস্থায় বাড়িতে নিয়ে আসলে কিছুক্ষণ পরেই তার মৃত হয়।

রাঙ্গাবালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফীন বিষয়টি নিশ্চিত করেছেন।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।