রমজানে ফ্রি মিলছে ফ্রিজের ঠান্ডা পানি
পবিত্র মাহে রমজানে কিছু সওয়াব ও আল্লাহ নৈকট্য লাভের আশায় দরিদ্র মানুষের মাঝে ইফতারির সময় তৃষ্ণা মেটাতে ফ্রিজের ঠান্ডা পানি বিতরণ করেন স্থানীয় এক মুদি ব্যবসায়ী।
দিনাজপুর শহরের পশ্চিম বালুয়াডাঙ্গা নতুন পাড়া এলাকার মাসুম আল কামাল রোজাদারদের তৃষ্ণা মেটাতে প্রতিদিন ইফতারের আগ থেকে এ পানি বিতরণ করেন। গত কয়েক বছর থেকে এ কাজ করে আসছেন তিনি। যারা আসেন না তাদের অনেকের বাড়িতেও পৌঁছে দেয়া হয় ফ্রিজের ঠান্ডা পানি।

জানতে চাইলে মাসুম আল কামাল বলেন, বালুয়াডাঙ্গা নতুন পাড়ার বেশিরভাগ মানুষ অসহায়, গরীব, নিম্ন ও মধ্যবিত্ত। এই এলাকায় অর্থ দিয়ে ঠান্ডা পানি ক্রয় ও ফ্রিজ ক্রয় করার ক্ষমতা সিংহভাগ মানুষের নেই। সারাদিনের প্রখর রৌদ্র ও খরতাপ মানুষের তৃষ্ণাকে বাড়িয়ে দেয়। সেই তৃষ্ণা মেটাতে পবিত্র রমজানে সওয়াব ও আল্লাহ নৈকট্য পাওয়ার আশায় প্রতিদিন ফিজের ঠান্ডা পানি বিতরণ করে আসছি।
এমদাদুল হক মিলন/এএম/জেআইএম