বিধবাকে ধর্ষণের অভিযোগে আটক ১


প্রকাশিত: ১১:৫৫ এএম, ০৬ জুন ২০১৭
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক বিধবাকে ধর্ষণের অভিযোগে বাছির মিয়া (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ধর্মনগর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে অাটক করা হয়। অাটক বাছির ওই গ্রামের মৃত অাব্দুল ওহাবের ছেলে।

আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল সোমবার দিবাগত রাতে ধর্মনগর গ্রামের বিধবা ও এক সন্তানের এক জননীকে কৌশলে তার বাড়িতেই ধর্ষণ করে প্রতিবেশী বাছির। পরে মঙ্গলবার ওই নারী থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ অভিযুক্ত বাছিরকে আটক করে।

আজিজুল সঞ্চয়/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।