তাকে দেখতে উৎসুক জনতার ভিড়


প্রকাশিত: ০২:৫০ পিএম, ০৮ জুন ২০১৭

দিনাজপুরের চিরিরবন্দরে হনুমান দেখতে উৎসুক জনতা ভিড় করছে। এই হনুমানটি গত ৬ জুন মঙ্গলবার সকালে উপজেলার বুড়িরহাট রাজাপুর চারআনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বটগাছে প্রথম দেখতে পায় স্থানীয় দোকানদাররা।

গত দুইদিন ধরে হনুমানটি সেখানেই অবস্থান করছে। হনুমানের আগমনের ঘটনাটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে শত শত লোক এক নজর হনুমানটিকে দেখতে ভিড় জমায় সেখানে।

এরপর গতকাল বুধবার (০৭ জুন) বলাইবাজার মনসা মন্দিরের পাশের গাছে ওই হনুমানটিকে দেখতে পায় লোকজন। সনাতন ধর্মাবলম্বীরা দেবতা ভেবে ওই হনুমানের পূজা-অর্চনা শুরু করেন এবং তাকে বিভিন্ন ফলমূল ও তরল পানীয় খেতে দেয়।

বৃহস্পতিবার পুনরায় হনুমানটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখা দেয়। হনুমানটি এক নজরে দেখতে শত শত লোকজন সেখানেও ভিড় জমায়। এ সময় বিভিন্ন স্থান থেকে আগত শিশুরা হনুমানটিকে ঢিল ছুঁড়তে থাকে। ফলে হনুমানটি উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনে গিয়ে আশ্রয় নেয় এবং বর্তমানে সেখানেই অবস্থান করছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম রব্বানী বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি বনবিভাগকে অবগত করা হয়েছে। পরবর্তীতে তারা এসে ব্যবস্থা নেবেন।

উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনে অবস্থানরত বন বিভাগের প্রহরী যতিন্দ্র নাথ রায় বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে হনুমানটিকে দেখে গেছে। প্রয়োজন হলে উনারা পুনরায় এখানে আসবেন।

এমদাদুল হক মিলন/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।