পটুয়াখালীতে ইয়াবাসহ আটক ২


প্রকাশিত: ০৬:১৯ এএম, ১৫ জুন ২০১৭

পটুয়াখালীর দুমকীর পশ্চিম জাটরা গ্রাম এলাকা থেকে ১৯০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাব ৮ ক্যাম্পের সদস্যরা। বুধবার মধ্যরাতে এ অভিযান পরিচালনা করা হয়।

আটকরা হলেন, পশ্চিম ঝাটরা গ্রামের মো. সাদ্দাম হোসেন হাওলাদার (২৫) ও পশ্চিম ঝাটরা গ্রামের মো. আবুল হাসান (৩৬)।

র‌্যাব ৮ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ ছুরত আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, অভিযানে পশ্চিম জাটরা গ্রাম এলাকার দোতলা টিনের ঘর থেকে ১৯০ পিস ইয়াবাসহ সাদ্দাম ও আবুলকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে দুমকী থানায় একটি মামলা হয়েছে।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।