চাঁদাবাজির অভিযোগে যুবক গ্রেফতার


প্রকাশিত: ১০:৪৬ এএম, ১৭ জুন ২০১৭

চাঁদাবাজির অভিযোগে পটুয়াখালী সদর উপজেলার টাউন জৈনকাঠী এলাকা থেকে আজমীর হিরা বাবু নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়।

তার বাড়ি সদর উপজেলার জৈনকাঠি ইউনিয়নের মধ্যসেহাকাঠী গ্রামে। বাবু দীর্ঘদিন থেকে ওই এলাকার ৪০টি হিন্দু পরিবারকে জিম্মি করে নির্যাতনসহ চাঁদাবাজি করে আসছিল।

স্থানীয়দের অভিযোগ, বাবু প্রভাবশালী এক আওয়ামী লীগ নেতার নিকটাত্মীয় হওয়ায় দীর্ঘদিন সে উল্লেখিত এলাকার হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে মামলা হওয়ায় পুলিশ তাকে গ্রেফতার করেছে।

পটুয়াখালী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।