ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট


প্রকাশিত: ০৫:০৪ এএম, ১৯ জুন ২০১৭

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সোমবার সকালে মির্জাপুর উপজেলার পোষ্টকামুরি থেকে গাজীপুরের চন্দ্রা পর্যন্ত প্রায় ২২ কিলোমিটার এলাকাজুড়ে এই যানজট রয়েছে বলে জানা গেছে।

পুলিশ ও যানবাহন চালকদের ভাষ্য, সোমবার ভোর ৪টার দিকে মহাসড়কের করটিয়াতে ঢাকাগামী পাথরবোঝাই একটি ট্রাক রাস্তার ওপর উল্টে পড়ে। এছাড়া কালিয়াকৈরে আরও একটি ট্রাক দুর্ঘটনাকবলিত হয়। এতে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। আজ ভোরে পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাকটি রাস্তার ওপর থেকে সরিয়ে নিলে যান চলাচল শুরু হয়।

এছাড়া বিভিন্ন স্থানে বৃষ্টির কারণে যানবাহনের চাকার ঘর্ষণে গর্তের সৃষ্টি হয়েছে। এতে যানবাহন স্বাভাবিক গতিতে চলাচল করতে পারছে না। এর মধ্যে ধেরুয়া রেলক্রসিংয়ে উড়ালসেতু না থাকার কারণে ট্রেন চলাচলের সময় যানবাহন থেমে থাকছে।

এতে যানবাহনের দীর্ঘ সারি হয়ে যানজট বাড়ছে। মহাসড়কে পণ্যবাহী ট্রাকের চাপ বেশি দেখা গেছে। টাঙ্গাইলগামী যানবাহনের গতি থাকলেও ঢাকামুখী যানবাহন ২০ মিনিট থামছে আবার ৫ মিনিট চলছে।

মির্জাপুরের ট্রাফিক পরিদর্শক শাহাদত হোসেন জানান, কালিয়াকৈরে দুর্ঘটনার কারণে ওই অংশে যানজটের সৃষ্টি হয়। এছাড়া ধেরুয়া রেলক্রসিংয়ে গর্তের কারণে যানবাহনের ইঞ্জিন বন্ধ হয়ে থেমে যায়। এতে যানবাহন স্বাভাবিকভাবে না চলতে পারায় যানজটের সৃষ্টি হচ্ছে। জরুরি ওই গর্তটুকু মেরামত করা দরকার। যানবাহন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চলছে।

এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।