হিলি স্থলবন্দর পরিদর্শন করলেন কলকাতা কাস্টমস কমিশনার


প্রকাশিত: ০১:২৩ পিএম, ১৭ মে ২০১৫

বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি রফতানি বাণিজ্য কার্যক্রমের গতিশীলতা আনতে ও প্রতিবন্ধকতা দূর করতে কলকাতা কাস্টমসের কমিশনার এনকে শরেনসহ ভারতীয় আমদানি রফতানিকারক ব্যবসায়ী নেতৃবৃন্দ হিলি স্থলবন্দর পরিদর্শন করেছেন। রোববার দুপুর দেড়টার দিকে তারা এ স্থলবন্দর পরিদর্শন করেন।

এসময় বাংলাদেশের হিলি কাস্টমস ও ব্যবসায়ী নেতৃবৃন্দের পক্ষ থেকে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে ভারতের কলকাতা কাস্টমসের কমিশনার এন কে শরেন এর নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দল হিলি স্থলবন্দর পরিদর্শনে আসেন। তারা হিলি স্থলবন্দরের ভেতরে পণ্যবাহী ট্রাক ঢোকা ও বাহির হওয়া এবং পণ্য খালাস, পণ্য ভর্তিসহ বন্দরের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

এসময় হিলি কাস্টমসের সহকারী কমিশনারের কক্ষে কাষ্টমস কর্মকর্তা ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে এক ঘন্টা বৈঠক করেন। বৈঠকে দু-দেশের ব্যবসায়ীরা হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি বাণিজ্যে গতিশীলতা আনতে যে সকল প্রতিবন্ধকতা রয়েছে সেগুলো তুলে ধরেন। বন্দরের আমদানি রফতানি বাণিজ্যে গতিশীলতা আনতে বাংলাদেশের ব্যবসায়ীদের পক্ষ থেকে কমিশনারের কাছে ভারত হিলি কাস্টমসে উচ্চপদস্থ কর্মকর্তার পোস্টিং, উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র স্থাপন এবং অবকাঠামোগত উন্নয়নের দাবি সম্বলিত একটি পত্র দেওয়া হয়।

বৈঠকে ভারতের হিলি কাস্টমসের সুপারেনটেনডেন্ট দেবাশিষ দত্ত, ধীমান সরকার, অরুণ কুমার মন্ডল, হিলি এক্সপোর্টার এ্যান্ড সিএ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অশোক কুমার মন্ডল, সিএ্যান্ডএফ এজেন্ট পান্না দা, হিলি কাস্টমসের সহকারী কমিশনার সাইফুর রহমান, রাজস্ব কর্মকর্তা সাবেদ আলী, বাংলা হিলি কাস্টমস সিএ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি আবুল কাশেম আজাদ, সম্পাদক আব্দুর রহমান লিটন, যুগ্ম সম্পাদক জামিল হোসেন চলন্ত, হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের আহ্বায়ক হারুন উর রশীদ হারুন, পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের সহকারী ব্যাবস্থাপক এসএম হায়দার প্রমুখ উপস্থিত ছিলেন।

এমদাদুল হক মিলন/এসএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।