দেবহাটা উপজেলা ভাইস চেয়ারম্যানের ওপর হামলা
সাতক্ষীরার দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান সমর্থকদের হামলার শিকার হয়েছেন ভাইস চেয়ারম্যান মাহবুবুল আলম খোকন। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের মিটিং চলাকালে এ হামলার ঘটনা ঘটে। এ সময় চেয়ারম্যানের ক্যাডার মিজানুর রহমান চেয়ারম্যানের লাইসেন্সকৃত অস্ত্র দিয়ে গুলি করতে উদ্ধত হন।
দেবহাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী কামাল জানান, দুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল গনির অফিসে উপজেলার বিভিন্ন প্রকল্প বিষয়ক একটি মিটিং চলছিল। মিটিংয়ে উপজেলা নির্বাহী অফিসার হাফিজ আল আসাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটার চেয়ারম্যান মো. আবুবকর, ইঞ্জিনিয়ার আবদুল হামিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
ওসি আরও জানান, প্রকল্প বিষয়ক কথাবার্তা চলাকালে চেয়ারম্যানের দেহরক্ষী ও উপজেলা পরিষদের অফিস সহায়ক আমিনুর ইসলাম বাবু ও সহযোগী মামুন ভাইস চেয়ারম্যান মাহবুবুল আলম খোকনের ওপর হামলা করেন। এ সময় তিনি মেঝেতে পড়ে যান। তখন দেহরক্ষী বাবু অস্ত্র বের করে তাকে গুলি করতে উদ্ধত হলে তাতে বাধা দেন উপজেলা চেয়ারম্যান আবদুল গনি। তিনি দ্রুত তার হাত থেকে অস্ত্রটি কেড়ে নেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি বলেন, বিষয়টি দুঃখজনক। আগে থেকেই চেয়ারম্যানের সঙ্গে ভাইস চেয়ারম্যান ও কয়েকজন চেয়ারম্যানের প্রকল্প নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে এ ঘটনা ঘটেছে।
ভাইস চেয়ারম্যান মাহবুবুল আলম খোকন জাগো নিউজকে বলেন, চেয়ারম্যান সব সময় একক সিদ্ধান্তে চলেন। কাজ না করালে টিআর কাবিখার ৯০ লাখ টাকা ফেরৎ যাবে। এসব বিষয় নিয়ে কথা বলতেই আতর্কিতভাবে হামলা চালায় চেয়ারম্যানের সহযোগী ও অফিস সহায়ক আমিনুর রহমান বাবু। চেয়ারম্যানের অস্ত্র নিয়ে গুলি করতে উদ্ধত হয় অপর ক্যাডার মিজানুর রহমান।
তিনি বলেন, তাৎক্ষণিকভাবে অফিস সহায়ক আমিনুর রহমান বাবুকে একলাখ টাকা জরিমানা ও ছয় মাসের জন্য বরখাস্ত করেছে উপজেলা প্রশাসন। তাছাড়া অস্ত্র নিয়ে হামলা ও হত্যাচেষ্টার ঘটনায় মামলা দায়ের করবো।
আকরামুল ইসলাম/আরএআর/এমএস