সাতক্ষীরায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ব্যবসায়ী ইয়াছিন আলী গাজীকে (৩৫) বাড়ি থেকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।
বুধবার সকালে পুলিশ সাতক্ষীরার শ্যামনগর সীমান্তের কালিন্দি নদীর মাথাভাঙা নামক স্থান থেকে তার ক্ষত বিক্ষত মরদেহ উদ্ধার করে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে আটক করেছে।
নিহত ইয়াছিন আলী গাজী শ্যামনগর উপজেলার পূর্ব কৈখালি গ্রামের মুজিবর গাজীর ছেলে। গত সোমবার রাত ৮টার দিকে একই গ্রামের ফারুক, বিল্লাল ও মনির তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আব্দুল হান্নান জাগো নিউজকে বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের মাথায় চারটি ও ডান হাতে একটি গভীর ক্ষতের চিহ্ন রয়েছে। পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে কুপিয়ে হত্যা করার পর মরদেহ নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় পূর্ব কৈখালি গ্রামের আব্দুল গাজীর ছেলে মনির হোসেনকে আটক করা হয়েছে।
তিনি আরো জানান জিজ্ঞাসাবাদে জানা গেছে, নিহত ইয়াছিন আলী সুদের ব্যবসা করতো। সম্প্রতি একই গ্রামের ফারুক হোসেন ও বিল্লাল হোসেনকে ৫০ হাজার টাকা দেয়। এটাকা নিয়ে এদের মধ্যে বিরোধ চলছিল। বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর তাকে ফারুক ও বিল্লাল হত্যা করে কালিন্দি নদীতে মরদেহ ভাসিয়ে দেয়। বাকি হত্যাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
আকরামুল ইসলাম/এফএ/জেআইএম