গাইবান্ধায় রাস্তায় ধানের বস্তা ফেলে কৃষকদের অবরোধ
ধানের অস্বাভাবিক মূল্য হ্রাস পাওয়ায় গাইবান্ধা শহরের ডিবি রোডে ধানের বস্তা ফেলে রেখে সড়ক অবরোধ করে স্থানীয় কৃষকরা। সোমবার দুপুরে বিক্ষুব্ধ কৃষকরা এ সড়ক অবরোধ করে।
বাংলাদেশ কৃষক সমিতি গাইবান্ধা জেলা শাখা ভারত থেকে চাল আমদানি বন্ধ, কৃষকদের নিকট থেকে সরাসরি সরকার নির্ধারিত মূল্যে ধান ক্রয় ও ইউনিয়ন পর্যায়ে ধান চাল ক্রয় কেন্দ্র চালু করার দাবিতে এ কর্মসূচি পালন করে।
মানববন্ধন ও সড়ক অবরোধ চলাকালে সিপিবি, কৃষক সমিতির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ওয়াজিউর রহমান রাফেল, সুভাস শাহ রায়, সাদেকুল ইসলাম, মোস্তাফিজুর রহমান মুকুল, অশোক আগরওয়ালা, জাহাঙ্গীর মন্ডল, আব্দুস সামাদ, শরিফুল ইসলাম, ময়নুল কবির প্রমুখ।
অমিত দাশ/এআরএ/পিআর