আটক চাল নিয়ে গেল মালিকপক্ষ
পটুয়াখালীর রাঙ্গাবালীর ছোটবাইশদিয়া ইউনিয়নের আগুনমুখা নদী থেকে চোরাই সন্দেহে উদ্ধার চাল বোঝাই ট্রলার মালিকপক্ষ কাগজপত্র দেখিয়ে চালসহ ট্রলার ছাড়িয়ে নিয়ে গেছে।
বৃহস্পতিবার সকালে উদ্ধারকৃত চালসহ ট্রলার ছাড়িয়ে নিয়ে যায়।
জানা গেছে, বুধবার রাত ১০টায় চোরাই সন্দেহে ১২৫ মেট্রিকটন চাল বোঝাই দুইটি ট্রলার আগুনমুখা নদী থেকে উদ্ধার করে রাঙ্গাবালী কোস্টগার্ড ক্যাম্পের সদস্যরা। ওইসব চাল উপজেলা খাদ্যগুদাম থেকে গলাচিপার উদ্দেশ্যে নেয়ার পথে উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার সকালে মালিকপক্ষের লোকজন এসে কাগজপত্র দেখিয়ে উদ্ধারকৃত সেই ট্রলারসহ চাল ছাড়িয়ে নিয়ে যায়।
এ ব্যাপারে রাঙ্গাবালী কোস্টগার্ড ক্যাম্পের কন্টিনজেন্ট কমান্ডার মোহাম্মাদ জুলহাস জানান, মালিক পক্ষ কাগজপত্র দেখিয়ে চালসহ ট্রলার ছাড়িয়ে নিয়ে গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) রেজাউল করিম জানান, আমি কাগজ দেখেছি, ওইসব চাল বৈধ।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/এমএএস/জেআইএম