সাতক্ষীরায় এনএসআই উপ-পরিচালকের স্ত্রীর আত্মহত্যা


প্রকাশিত: ১০:১২ এএম, ২৩ জুন ২০১৭

সাতক্ষীরায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) উপ-পরিচালক মো. মোজাম্মেল হকের স্ত্রী আজমিরা পারভীন (৪৫) গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের পলাশপোল এলাকার ভাড়া বাড়িতে এ আত্মহত্যার ঘটনা ঘটে।

এনএসআইয়ের উপ-পরিচালক মো. মোজাম্মেল হক জানান, সকাল সাড়ে ১০টার দিকে তিনি শহরের বড় বাজার এলাকায় গিয়েছিলেন। সেখান থেকে বেলা সাড়ে ১১টার দিকে বাসায় ফেরার পর স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখতে পান। তাদের মধ্যে পারিবারিক কোনো কলহ ছিল না বলে তিনি দাবি করেন।

ঘটনাস্থল থেকে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহম্মদ জাগো নিউজকে বলেন, ঘরের মধ্যে থাকা একটি লোহার রডের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে- এটি আত্মহত্যা। তবে কেউই সন্দেহের ঊর্ধ্বে নয়। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

এই দম্পত্তির দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। দুই ছেলে বিবিএ লেখাপড়া করছেন। মেয়েটি এসএসসি পরীক্ষার্থী।

এদিকে আত্মহত্যার এ ঘটনা ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে পুলিশ সুপার মো. আলতাফ হোসেনসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আকরামুল ইসলাম/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।