অর্ধ শতাধিক মামলার আসামি গ্রেফতার
একাধিক হত্যা, ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনাসহ অর্ধ শতাধিক মামলার আসামি কুয়াকাটা লতাচাপলী ইউনিয়নের খাজুরা এলাকার আতঙ্ক বনদস্যু আলম ফকিরকে পুলিশ গ্রেফতার করেছে। রোববার রাতে আলীপুর চৌরাস্তা থেকে তাকে গ্রেফতার করে কলাপাড়া থানায় নিয়ে যাওয়া হয়।
কলাপাড়া থানা সূত্র জানিয়েছে, খাজুরা এলাকার শাশুড়ি রুশিয়া বেগমকে ধর্ষণের পর আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
ওই মামলার তদন্ত কর্মকর্তা কলাপাড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সামসুল আলম জানান, আলম ফকিরের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ ও নারী নির্যাতন এবং বনের গাছ কেটে নেওয়াসহ অর্ধ শতাধিক মামলা রয়েছে।
নাসির উদ্দিন বিপ্লব/এসএস/পিআর