পুলিশের ঈদের আনন্দ এখন পথে প্রান্তরে


প্রকাশিত: ১০:১৪ পিএম, ২৪ জুন ২০১৭

মুসলমানদের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান ঈদ। ঈদ মানেই খুশি। পরিবার পরিজন নিয়ে ঈদের আনন্দঘন মুহূর্তগুলো ভাগাভাগি করতে জন্মস্থানে ফিরতে শেষমুহূর্তের ব্যস্ততা মানুষের। তবে কিছু মানুষ রয়েছেন যারা নিজেদের আনন্দকে সীমাবদ্ধ রেখেছেন কখনও বা রাস্তায় আবার কখনও বা কোনো শপিংমলের নিচে।

তারা আর কেউ নয়, পুলিশ প্রশাসন। সবসময় পুলিশ প্রশাসনের খারাপ দিকটাই আমাদের সামনে এসে দাঁড়ায় তবে তারাও যে মানুষ। তাদেরও রয়েছে পরিবার পরিজন। রয়েছে মন, মনুষ্যত্ব আর ভালোবাসা। কিন্তু দায়িত্ববোধের কাছে অনেকসময় তাদের আনন্দ বিসর্জন দিতে হয়। এমন দায়িত্ববোধের মধ্যে রয়েছেন সাংবাদিকরাও। নিজের হাসি আনন্দকে বিসর্জন দিয়ে মানুষের সুবিধা-অসুবিধার কথা তুলে ধরছেন প্রচার মাধ্যমে।

সাতক্ষীরা শহরের চায়না-বাংলা শপিংমলের নিচে শনিবার রাত সাড়ে ১১টায় দায়িত্বরত সাতক্ষীরা সদর থানার এএসআই মো. আনিসুর রহমানের কথা হয় জাগো নিউজের। তার বাড়ি যশোর জেলা সদরে।

জাগো নিউজকে অনেকটা হাসিমুখেই তিনি বলেন, আমাদের ঈদের আনন্দ এখন পথে প্রান্তরে। সর্বসাধারণের ঈদ আনন্দের মুহূর্তগুলোকে নিরবিচ্ছিন্ন করতে আমাদের নিরাপত্তায় দাঁড়িয়ে থাকা। শপিংমলগুলোতে যারা ঈদের কেনাকাটা করতে আসছেন তাদের যেন কোনো অপ্রত্যাশিত পরিস্থিতির সম্মুখীন হতে না হয়।

ss

তিনি আরও বলেন, আগামী ঈদে বাড়িতে যাব। এবার যেতে পারিনি এতে কোনো আক্ষেপ নেই। ঈদ আনন্দটাকে দায়িত্বের মধ্যেই খুঁজে নিয়েছি। যেদিন থেকে পুলিশ বাহিনীতে যোগ দিয়েছি সেদিন থেকেই এসব মেনে নিয়েছি। এখন আর খুব বেশি দুঃখ হয় না।

এএসআই আনিসুর রহমানের সঙ্গে আলাপকালে পাশে দাঁড়িয়ে থাকা পুলিশ সদস্য কামরুজ্জামান জাগো নিউজকে বলেন, স্ত্রী-মা-বাবার জন্য মনটা খুব খারাপ লাগছে। কী করব? মোবাইলে কথা বলছি কিছুক্ষণ পরপর। বাড়ি যেতে পারিনি বলে মা-বাবার মনটা খুব খারাপ। তবে চাকরি করছি এটাই তাদের সান্ত্বনা।

এ সময় কথা হয় শপিং করতে আসা সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থী শহরের আমতলা এলাকার কাজী ফয়সালের। এই শিক্ষার্থী বলেন, আমরা শুধু পুলিশের খারাপ দিকটা নিয়েই আলোচনা করি কিন্তু তাদের ভালো দিকটা নিয়ে খুব কমই আলোচনা হয়। পুলিশ ভাইয়েরা ঈদের আনন্দকে বিসর্জন দিয়ে আমাদের সেবা দিয়ে যাচ্ছেন। “সেবাই পুলিশের ধর্ম” এমনটাই বাস্তাবিক অর্থে হওয়া উচিত।

আকরামুল ইসলাম/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।