লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও এক শিশু আহত হয়েছেন। সোমবার রাতে লক্ষ্মীপুর-রায়পুর মহাসড়কের দালালবাজার ও রায়পুর উপজেলার চরমন্ডল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের প্রবাসী সেলিমের স্ত্রী মনি বেগম (৪০) ও রায়পুর উপজেলার চরমন্ডল গ্রামের জাকির হোসেনের ছেলে রায়হান (১৭)। এসময় নিহত মনি বেগমের শিশু ছেলে শিপন গুরুতর আহত হয়। পরে শিপনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ৮টার দিকে মনি বেগম তার ছেলেকে নিয়ে রিকশা করে দালালবাজারের উদ্দেশ্যে যাচ্ছিল। এসময় আবু ব্যাপারি ব্রিজে পৌঁছালে রায়পুর থেকে ছেড়ে আসা মালবাহী ট্রাক পেছন থেকে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মনি বেগমের মুত্যু হয়। এসময় সঙ্গে থাকা শিপন গুরুতর আহত হয়।
একই সময় রায়পুর উপজেলার চরমন্ডল গ্রামের জাকির হোসেনের ছেলে রায়হান বাড়ির সামনে রাস্তা পারাপারের সময় বিপরীত দিক থেকে আসা পাওয়ার ট্রলি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে রায়হান মারা যায়। এ ঘটনায় উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করে রাখে।
লক্ষ্মীপুর সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশিদ পৃথক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় নিহত মনি বেগম ও রায়হানের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত শিশু শিপনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ঘাতক গাড়ি আটক হলেও গাড়িগুলোর চালকদের আটক করা যায়নি।
কাজল কায়েস/এসএস/এমএস