সাতক্ষীরায় দুই শতাধিক মানুষের ঈদ উদযাপন


প্রকাশিত: ০৬:৫৪ এএম, ২৫ জুন ২০১৭

সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরার তিনটি স্থানে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ৯টায় একযোগে ঈদের নামাজ আদায় করেন প্রায় দুই শতাধিক মুসল্লি। সব মিলিয়ে বেশ কয়েকটি গ্রামে ঈদের আনন্দ উপভোগ করছেন মানুষ।

সাতক্ষীরা সদর উপজেলার বাউখোলা গ্রামে সকাল ৯টায় জেলার বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা এসে ঈদের নামাজ আদায় করেন। এখানে নারীরাও ঈদের জামায়াতে অংশগ্রহণ করেন। ঈদের জামায়াতে ইমামতি করেন মাওলানা মহব্বত আলী।

এদিকে তালা উপজেলার ইসলামকাটি গ্রামের সায়েমতলায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। সেখানে ইমামতি করেন মো. সায়েদুদ্দীন। তাছাড়া সদর উপজেলার তালতলায় আরেকটি ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে।

আকরামুল ইসলাম/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।