পথশিশুদের হাত রাঙাল মেহেদী


প্রকাশিত: ০৮:২১ এএম, ২৫ জুন ২০১৭

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুবিধা বঞ্চিত পথশিশুদের জন্য পটুয়াখালীতে একদল যুবক আয়োজন করেছে মেহেদী উৎসবের। রোববার সকাল ১০টায় পটুয়াখালী বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় প্রাঙ্গণে হ্যাপি ক্লাব নামে একটি সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হ্যাপি ক্লাবের অ্যাডমিন তৌফিক মুন্না জাগো নিউজকে বলেন, হ্যাপি ক্লাবের আয়োজনে প্রতিবছর মেহেদী উৎসবের মাধ্যমে ওদের মনে আনন্দ দেবার চেষ্টা করছি। এ অনুষ্ঠানে যারা সহযোগিতা করেছেন তাদের সকলকে হ্যাপি ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।

হ্যাপি ক্লাবের অপর এক অ্যাডমিন রাকিবুল আহসান জাগো নিউজকে বলেন, এ বছর হ্যাপি ক্লাবের পক্ষ থেকে অসহায় মানুষদের জন্য ঈদের খাবার, নতুন পোশাক ও ইফতার বিতরণ করা হয়েছে।

মেহেদী উৎসবে অংশ গ্রহণকারী পথশিশু মৌসুমী জাগো নিউজকে বলে, আগামীকাল ঈদ। আমাকে ভাইয়ারা ঈদের নুতুন পোশাক কিনে দিয়েছে আর আজ হাতে মেহেদী লাগিয়ে দিয়েছে। সত্যি আমার অনেক ভালো লাগছে।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।