তালায় সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু


প্রকাশিত: ০৯:৫৫ এএম, ২৭ জুন ২০১৭
প্রতীকী ছবি

সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ২টার দিকে তালার মুক্তিযোদ্ধা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি তালার তেঁতুলিয়া ইউনিয়নের সমুজদিপুর গ্রামের মৃত মফেজ মাহমুদের ছেলে আব্দুস সাত্তার মাহমুদ।

স্থানীয়রা জানান, গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে তালা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু কোনো ডাক্তার না থাকায় বিনা চিকিৎসায় মারা যান তিনি।

তবে এমন অভিযোগ অস্বীকার করে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার রাজীব সরকার জাগো নিউজকে বলেন, ওই ব্যক্তির মাথা গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে মাথা ফেটে গেছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বলেন, মুক্তিযোদ্ধা কলেজ মোড় এলাকায় পিকআপভ্যান একটি ইজিবাইকে ধাক্কা দেয়। তবে ইজিবাইকে থাকা একজনের মৃত্যু হয়েছে।

আকরামুল ইসলাম/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।