ব্রাহ্মণবাড়িয়ায় শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ছয় বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুরে নিপীড়নের শিকার ওই শিশুটিকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে সরাইল উপজেলার দেওড়া গ্রামের একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
শিশুটির পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে দেওড়া গ্রামে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় শিশুটি। এ সময় ইকুল নামে দেওড়া গ্রামের এক বখাটে তার মুখ চেপে ধরে পাটক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরে তার মাকে ঘটনাটি জানায়।
জেলা সদর হাসপাতালের চিকিৎসক কামরুন্নাহার সাংবাদিকদের জানান, শিশুটির প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে বিস্তারিত জানা যাবে।
এ ব্যাপারে সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা জাগো নিউজকে বলেন, ওই ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি।
এরপরও বিষয়টি তদন্ত করে দেখা হবে বলেও জানান তিনি।
এমআরএম/পিআর