সিরাজগঞ্জে সেফটিক ট্যাংক থেকে যুবকের মরদেহ উদ্ধার


প্রকাশিত: ০২:২৬ পিএম, ১৯ মে ২০১৫

সিরাজগঞ্জের রায়গঞ্জে বন্ধুর বাড়ির সেফটিক ট্যাংক থেকে পংকজ রায় (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে উপজেলার নিমগাছীর খোকশাহাট গ্রামের আব্দুল মজিদের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত পংকজ রায় একই উপজেলার চকসাগর গ্রামের সমিরন রায়ের ছেলে।

নিহতের বন্ধুরা তাকে ডেকে নিয়ে হত্যা করেছে- এমন অভিযোগ এনে এলাকাবাসী স্থানীয় আব্দুল মজিদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পুলিশ বাড়ির মালিক আব্দুল মজিদকে আটক করেছে।

নিহতের বাবা সমিরন রায় জানান, কয়েকদিন আগে এলাকায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে পংকজের সঙ্গে তার বন্ধুদের মনোমালিন্য হয়। গত শনিবার বিকেলে পংকজের বন্ধু আব্দুল মজিদের ছেলে ইউসুফ এবং শরিফ তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে সে আর বাড়ি ফিরে আসেনি। অনেক খোঁজখুজি করেও তার কোনো সন্ধান না পেয়ে থানায় অভিযোগ দেওয়া হয়।

এ ব্যাপারে সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) মোতাহার হোসেন জানান, নিহতের বাবার অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নামে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে নিহতের বন্ধু ইউসুফের বাড়িতে­ তল্লাশি করা হয়। তল্লাশির এক পর্যায়ে এই বাড়ির পায়খানার সেফটিক ট্যাংক থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হলে নিহতের বাবা তা সনাক্ত করে।

তিনি আরো জানান, পরিকল্পিতভাবে হত্যার পর মরদেহ ট্যাংকের মধ্যে ফেলে দিয়েছিলো তারা। এ ঘটনায় বিক্ষুদ্ধ হয়ে এলাকাবাসী আব্দুল মজিদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে উল্লাপাড়া থেকে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আর এ ঘটনায় আব্দুল মজিদকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

বাদল ভৌমিক/এআরএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।