শ্যামনগরে মাছের ঘেরে অজ্ঞাত মরদেহ


প্রকাশিত: ০৭:৩৩ এএম, ৩০ জুন ২০১৭

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়িয়া এলাকায় নিরঞ্জন মিস্ত্রীর মৎস্য ঘের থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৩৫) ভাসমান মরদেহ উদ্ধার করেছে শ্যামনগর থানা পুলিশ।

শুক্রবার সকাল ৮টার দিকে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শরিফুল ইসলাম ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেন।

তিনি বলেন, নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলী জাগো নিউজকে বলেন, মরদেহের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। থানায় ইউডি মামলা হয়েছে।

আকরামুল ইসলাম/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।