দৌলতদিয়ায় রাজধানীমুখী মানুষের উপচে পড়া ভিড়


প্রকাশিত: ১০:৫৫ এএম, ০১ জুলাই ২০১৭

ঈদের ছুটি শেষে শনিবার রাজধানীমুখী মানুষের প্রচণ্ড ভিড় দেখা গেছে রাজবাড়ীর দৌলতদিয়া লঞ্চঘাটে। পন্টুন থেকে শুরু করে লঞ্চঘাট পর্যন্ত সেতুটির ওপর গিজগিজ করছিল মানুষ। দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলাচলকারী লঞ্চগুলোতে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ পাওয়া গেছে।

শনিবার সকাল থেকেই দক্ষিণাঞ্চলের ২১ জেলা প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটের রাজবাড়ীর দৌলতদিয়ায় এ দৃশ্য দেখা গেছে।

এদিকে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া প্রান্তের জিরো পয়েন্ট থেকে গোয়ালন্দ ফিড মিল পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার পর্যন্ত যানবাহনের চাপও লক্ষ্য করা গেছে। এছাড়া লঞ্চ টার্মিনালে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। তবে সময় যতো বাড়বে ততই যানজট বাড়ার শঙ্কায় রয়েছে যানবাহনের চালক ও যাত্রীরা।

RAJBARI-DOULOTDYA-GHAT

শনিবার দুপুরে দৌলতদিয়া প্রান্তে গিয়ে দেখা যায়, নদী পারের জন্য কয়েকশত ছোট-বড় যানবাহন পারাপারে অপেক্ষায় রয়েছে। সেই সঙ্গে সবগুলো ফেরিঘাট ও ১৯টি ফেরি এ রুটে সচল থাকলেও দৌলতদিয়ায় সড়কে মাঝে মাঝে যানবাহনের ধীরগতি ছিল। এ কারণেই সিরিয়াল থাকতে হয় যানবাহনের।

বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, দৌলতদয়িা-পাটুরিয়া নৌরুটে ছোট-বড় ১৯টি ফেরি ও ২০টি লঞ্চ চলাচল করছে। এছাড়া চারটি ফেরিঘাটের চারটিই সচল রয়েছে।

রাজবাড়ী ট্রাফিক ইন্সপেক্টর মৃদুল রঞ্জন দাস জানান, ঈদে যারা বাড়িতে আসছিলেন তারা নিরাপদে নির্বিঘ্নে আবার ফিরতে পারছেন। এতে কোনো ঝামেলা পোহাতে হচ্ছে না তাদের। তবে অগ্রাধিকার ভিত্তিতে বাসগুলো পারাপার করা হচ্ছে এবং ঘাটের সার্বিক পরিস্থিতি ভালো।

রুবেলুর রহমান/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।