পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় কলেজশিক্ষার্থী নিহত


প্রকাশিত: ১১:২৪ এএম, ০১ জুলাই ২০১৭
প্রতীকী ছবি

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় আসলাম হাওলাদার (২৩) নামে এক কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন। শনিবার বেলা ১১টার দিকে পটুয়াখালী-গলাচিপা সড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, পটুয়াখালী সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আসলাম হাওলাদার টমটমযোগে পটুয়াখালী থেকে গলাচিপা যাচ্ছিলেন।

পথিমধ্যে পটুয়াখালী-গলাচিপা সড়কের বাদুরা বাসস্ট্যান্ড নামক এলাকায় যাত্রীবাহী টমটমটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। এ সময় টমটমের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে আসলাম হাওলাদার মারা যান।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।