৪ হাজার পিস ইয়াবাসহ দুই ব্যবসায়ী গ্রেফতার


প্রকাশিত: ১২:২১ পিএম, ০১ জুলাই ২০১৭

পটুয়াখালীতে অভিযান চালিয়ে চার হাজার ৭২০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ এক লাখ পাঁচ হাজার টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

পৌরসভার ৯নং ওয়ার্ডের নন্দকানাই এলাকার একটি বাসায় দুই দফা এ অভিযান চালানো হয়। শুক্রবার রাতে ও শনিবার সকাল ১০টায় এ অভিযান চালায় পুলিশ।

গ্রেফতাররা হলেন দুমকি উপজেলার সিরামপুর এলাকার বাসিন্দা দুলাল সিকদার ও নন্দকানাই এলাকার গৃহবধূ মাহফুজা বেগম। তবে মাদক ব্যবসার মূলহোতা মিজান সিকদার পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

পটুয়াখালী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী সদর থানার একটি দল বাসাটি ঘেরাও করে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করে। পটুয়াখালী জেলায় এ যাবত উদ্ধারকৃত ইয়াবার চালানের মধ্যে এটিই বড় চালান। এ ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।