রাজবাড়ীতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ


প্রকাশিত: ১০:০০ এএম, ০২ জুলাই ২০১৭
প্রতীকী ছবি

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের কোনাগ্রামে এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দুই যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার রাতে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে বালিয়াকান্দি থানায় এ মামলা দায়ের করেন। এ ঘটনায় মোটরসাইকেলসহ এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার নারুয়া ইউনিয়নের কোনাগ্রামে শুক্রবার রাতে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রী প্রকৃতির ডাকে বাইরে বের হলে কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের ভিটি গ্রামের মিজানুর রহমানের ছেলে লিটন (৩০) ও নারুয়া ইউনিয়নের ঘিকমলা গ্রামের শমসের আলীর ছেলে আলাউদ্দিন (২৮) ওই ছাত্রীকে জাপটে ধরে ঘরের মধ্যে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ওই ছাত্রীর চিৎকারে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা লিটনকে (৩০) হাতেনাতে আটক করে গণপিটুনি দিয়ে তার মোটরসাইকেলসহ পুলিশে সোপর্দ করে। এ সময় আলাউদ্দিন পালিয়ে যায়। এ ব্যাপারে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে শনিবার রাতে বালিয়াকান্দি থানায় দুইজনকে আসামি করে মামলা দায়ের করেন।

বালিয়াকান্দি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা জাকির হোসেন জানান, আসামি লিটনকে রোববার রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।

রুবেলুর রহমান/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।