মির্জাপুর উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠন


প্রকাশিত: ১১:৫২ এএম, ০২ জুলাই ২০১৭

মির্জাপুর উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। মীর আসিফ অনিককে সভাপতি ও মো. শরিফুল ইসলাম শরীফকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটির অনুমোদন দিয়েছে টাঙ্গাইল জেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি।

টাঙ্গাইল জেলা ছাত্রলীগের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সোহেল এবং যুগ্ম-আহ্বায়ক তানভীরুল ইসলাম হিমেল, রনি আহমেদ, শফিউল আলম মুকুল, শামীম আল মামুন ও রাশেদুল হাসান স্বাক্ষরিত সংগঠনের প্যাডে মির্জাপুর উপজেলা ছাত্রলীগের বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি অনুমোদন দিয়েছেন। রোববার বিকেলে টাঙ্গাইল জেলা ছাত্রলীগ এই কমিটি প্রকাশ করে।

কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি পদে সাদ্দাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মীর তানভীর ও সাংগঠনিক সম্পাদক দেওয়ান মাজিদুর রহমান মনির।

এস এম এরশাদ/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।