প্রতিপক্ষের হামলায় আহত শহিদ হাওলাদারের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১১:০৬ এএম, ০৩ জুলাই ২০১৭
ফাইল ছবি

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় ঘটকের আন্দুয়া গ্রামে গরু ধান খেতের বীজ নষ্ট করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারাল অস্ত্রের আঘাতে আহত শহিদ হাওলাদারের (৫০) মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত শহিদ ঘটকের আন্দুয়া গ্রামে মুসা হাওলাদারের ছেলে।

ঘটনার দিন ঘটনাস্থলে কুপিয়ে হত্যা করা হয় শহিদের ভাই জাফর হাওলাদারকে। অপর ভাই হাবিব হাওলাদার আশঙ্কাজনক অবস্থায় বরিশাল মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত শহিদের ভাগ্নে নাসির উদ্দিন জানিয়েছেন, গত ২৬ জুন ঈদের দিন তার মামাদের গরু প্রতিবেশী মালেকের ধানের বীজ খায়। এ ঘটনাকে কেন্দ্র করে ওই দিন সকালে মালেক ও তার পরিবারের সদস্যদের সঙ্গে জাফর ও শহীদের বাকবিতণ্ডা হয়।

এর জের ধরে বিকেলে আকস্মিকভাবে মালেকের নেতৃত্বে ফারুক, আলমগীর, বশির, জাহাঙ্গীর, নাসির, জাকিয়া, নেছার, সুজন ও শুভসহ ১০-১২ জন ধারাল অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়।

এ সময় জাফরকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তাকে রক্ষা করতে অপর ভাই শহিদ ও হাবিব এগিয়ে গেলে তাদের এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয়। হামলায় নিহতদের পরিবারের কমপক্ষে ১০ জন আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় ওই তিনভাইকে স্থানীয় হাসপাতালে নেয়া হলে চিকিৎসক জাফরকে মৃত ঘোষণা করেন।

অপর দুই ভাইকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। চিকিৎসাধীন থাকাবস্থায় আজ দুপুরে তার মামা শহিদ হাওলাদার মারা যান। অপর মামা হাবিব হাওলাদারের অবস্থাও আশঙ্কাজনক।

ভাগ্নে নাসির উদ্দিন আরও জানান, এ ঘটনায় তার খালা সোকানুর বেগম বাদী হয়ে নামধারী ১৫ জনকে আসামি করে মামলা করেছেন। এজাহারভুক্ত আসামি আলমগীরকে পুলিশ গ্রেফতার করেছে। এছাড়া বাকি আসামিরা এখনো গ্রেফতার হয়নি। তারা বিভিন্নভাবে তাদের হুমকি-ধামকি দিচ্ছে বলে অভিযোগ করেন নাসির।

এ ব্যাপারে মির্জাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, জাফরের মৃত্যুর খবর শোনার পর মেডিকেলে একজন এসআইকে পাঠিয়েছেন। এ ঘটনায় দায়েরকৃত মামলাটি জোড়া খুন মামলা হিসেবে রূপান্তর করে আসামিদের ওই মামলায় গ্রেফতার দেখানো হবে। এজাহারভুক্ত আসামিদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ।

সাইফ আমীন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।