সাতক্ষীরায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যা
সাতক্ষীরার কলারোয়ায় নাজমা বেগম (৩৫) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে উপজেলার কয়লা ইউনিয়ন থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত নাজমা বেগম উপজেলার কয়লা গ্রামের আব্দুস সবুর মোল্যার স্ত্রী এবং উপজেলার কেঁড়াগাছী ইউনিয়নের আব্দুল করিমের মেয়ে।
নিহতের ছেলে হিমেল হোসেন জানায়, তার বাবা আব্দুস সবুর মোল্যা চার বছর আগে কলারোয়া পৌর সদরের মুরারীকটি গ্রামে দ্বিতীয় বিয়ে করেন। সেই থেকে মা নাজমা খাতুনের সঙ্গে সম্পর্ক ভালো না। গত এক বছর আগে বাবা দ্বিতীয় স্ত্রীকে গলা টিপে হত্যা করে পালিয়ে যান। ওই ঘটনায় থানায় একটি মামলাও রয়েছে। বিভিন্ন বিষয় নিয়ে মাকে বাবা প্রায়ই মারপিট করতো।
স্থানীয়রা জানান, পারিবারিক কলহের কারণে রোববার দিবাগত রাতের কোনো এক সময় সবুর মোল্যা তার দ্বিতীয় স্ত্রীর মতো একই কায়দায় প্রথম স্ত্রী নাজমাকে গলা টিপে হত্যা করে ঘরের বাইরে থেকে দরজা বন্ধ করে পালিয়েছে।
কলারোয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জাগো নিউজকে বলেন, পারিবারিক অশান্তির কারণেই এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের ভাই ওলিয়ার রহমান বাদী হয়ে কলারোয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘটনার জড়িত সন্দেহে রিজিয়া বেগম ও রোকেয়া বেগম নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
আকরামুল ইসলাম/আরএআর/এমএস