জলাবদ্ধতার কবলে খানপুর আলিম মাদরাসা
জলাবদ্ধতার কবলে পড়েছে সাতক্ষীরা সদর উপজেলার খানপুর ছিদ্দীকিয়া আলিম মাদরাসাটি। দুর্ভোগে পড়েছেন শিক্ষকসহ ছয়শ শিক্ষার্থী।
বর্ষার পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সৃষ্টি হয়েছে এই জলাবদ্ধতার। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় তলিয়ে গেছে যোগাযোগের সড়কটিও।
অর্থের অভাবে মাঠটি ভরাট করে উঁচু করা সম্ভব হচ্ছে না ও পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই জানিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ বলেন, গত কয়েক দিনের বৃষ্টিতে মাদরাসাসহ আশেপাশে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতা নিরসনের কোনো ব্যবস্থা নেই। মাদরাসাটির দক্ষিণ-পূর্বে চাতাল, পশ্চিমে হাটবাজার ও উত্তরে বসতভিটা গড়ে উঠায় স্বাভাবিকের চেয়ে প্রতিষ্ঠানটি অনেক নিচু জমিতে পরিণত হয়েছে।
ফলে হালকা বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। মাদরাসা চত্বরটি মাটি ভরাট করা প্রয়োজন। শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসীও খুব দুর্ভোগে পড়েছেন।
তিনি আরও বলেন, ইউপি সদস্য ইব্রাহিম খলিল ও এলাকাবাসীর অর্থায়নে দেড় লক্ষধিক টাকা খরচ করে মাটি ভরাট করা হয়েছে। সম্পূর্ণরুপে ভরাট করতে প্রায় পাঁচ লক্ষধিক টাকার প্রয়োজন। এ সময় অধ্যক্ষ আব্দুল আহাদ ঊর্ধ্বতন শিক্ষা কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেন।
এদিকে অবিভাবকরা জানান, মাদরাসাটিতে শিক্ষার পরিবেশ নেই। বৃষ্টির সময়টা মাদরাসা প্রাঙ্গণ পানিতে ডুবানো থাকে। ময়লা আবর্জনা পচে পানি বিষাক্ত হয়ে গেছে।
আকরামুল ইসলাম/এএম/এমএস