পলাশবাড়ীতে জামায়াত নেতাসহ গ্রেফতার ১০


প্রকাশিত: ০২:৫৬ এএম, ২১ মে ২০১৫

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা জামায়াতের অর্থ সম্পাদক মাহামুদুল হাসান (২৭)সহ ১০জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে সদরের বাঁশকাটা থেকে মাহামুদুলকে ও উপজেলার বিভিন্ন স্থান থেকে অন্যান্যদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ধলু মিয়া (২৭), হেলাল মিয়া (২০), গোলাম রব্বানী (৩৬), রাজু মিয়া (৩০), বজলার রহমান (৩০), রওশন আলী (৩০), আলম মন্ডল (২৩), রিজু মিয়া (২৫) ও শুকুর আহম্মেদ (২৭)।  

পলাশবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, জামায়াত নেতা মাহামুদুলের বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা রয়েছে। গোপন সংবাদ পেয়ে বাড়ি থেকে পলাশবাড়ী আসার পথে রংপুর-ঢাকা মহাসড়কের বাঁশকাটা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বাকী ৯ জনকে ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে উপজেলার বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়।

এদের মধ্যে মাদক গ্রহণের দায়ে আটক হেলাল ও ধলুকে  ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় উভয়কে একদিনের বিনাশ্রম কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম।

অমিত দাশ/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।