টাঙ্গাইলে অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা


প্রকাশিত: ০৯:০৬ এএম, ০৬ জুলাই ২০১৭

টাঙ্গাইলে রতন চন্দ্র বর্মন (৩৫) নামে সিএনজিচালিত অটোরিকশার এক চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতে টাঙ্গাইল সদর উপজেলার ধুলেরচর মাদরাসাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

টাঙ্গাইল মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভুইয়া জানান, বুধবার গভীর রাতে ধুলেরচর মাদরাসাপাড়া এলাকায় দুর্বৃত্তরা রতন চন্দ্র বর্মনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরিফ উর রহমান টগর/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।