পাংশায় ৩০০ কেজি গাঁজাসহ আটক ১


প্রকাশিত: ০৮:২৬ এএম, ০৭ জুলাই ২০১৭

রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বঘুনন্দপুর গ্রামে একটি ইটভাটার পাশের জমি থেকে ৩০০ কেজি গাঁজা গাছসহ চাঁদ আলী মন্ডল নামে একজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার ভোরের দিকে তাকে আটক করা হয়। আটক চাঁদ আলী উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বঘুনন্দপুর গ্রামের পিয়র আলীর ছেলে।

পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ফজলুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালান পাংশা থানার বাহাদুরপুর তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা। এ সময় বিপুল পরিমাণ গাঁজা গাছ উদ্ধারসহ চাষীকে আটক করা হয়।

আটক গাঁজার মূল্য প্রায় ৩০ লাখ টাকা বলে জানানো হয়েছে।

এ ব্যাপারে পাংশা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

রুবেলুর রহমান/এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।