আবাসিক এলাকায় পোল্ট্রি ফার্ম, দুর্গন্ধে অতিষ্ট এলাকাবাসী


প্রকাশিত: ০২:৪৪ পিএম, ০৭ জুলাই ২০১৭

সাতক্ষীরা সদরের কাটিয়া আবাসিক এলাকায় পোল্ট্রি ফার্মের জন্য চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। দুর্গন্ধ আর শব্দে নিরুপায় হয়ে জেলা প্রশাসনের কাছে আবেদন করেন ভুক্তভোগী দশ বাসিন্দা। জেলা প্রশাসন বিষয়টি আইনগত ব্যবস্থা নেয়ার জন্য সদর থানায় পাঠান।

গত রোববার সদর থানার এএসআই পাইক দোলোওয়ার সরেজমিন ঘটনাস্থল পরিদর্শনসহ এলাকাবাসীর কাছে দুর্ভোগের বিষয়টি জানেন ও নিজেও অভিযোগের সত্যতা পান।

শুক্রবার বিকেলে উভয়পক্ষকে থানায় হাজির হয়ে বিবাদীর স্বপক্ষের কাগজপত্র নিয়ে হাজির হওয়ার জন্য নোটিশ করেন। তবে থানায় আসছি আসছি বলেও পোল্ট্রী ফার্ম মালিক আবেদার রহমান থানায় হাজির হননি।

এ বিষয়ে সদর থানার এএসআই পাইক দেলওয়ার হোসেন জানান, নোটিশ করার পরও আবাসিক এলাকায় পোল্ট্রি ফার্ম করার জন্য স্বপক্ষের কোনো কাগজপত্র নিয়ে ফার্ম মালিক আবেদার রহমান হাজির হননি। প্রথম মোবাইল ফোনে জানিয়েছেন আসছি পরে জানিয়েছেন আসতে পারছি না। তিনি আইনও মানেন না। এ বিষয়ে অভিযোগকারীদের বক্তব্য লিখিভভাবে নেয়া হয়েছে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পোল্টি ফার্ম মালিক অাবেদার রহমান বলেন, অসুস্থতার কারণে আমি যেতে পারিনি।

এদিকে, অভিযোগকারীরা জানান, আবাসিক এলাকায় পোল্টি ফার্ম করার কোনো অনুমোদন নেই তার বা স্বপক্ষের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারবেন না। যার কারণে তিনি থানাতে আসেননি। বিভিন্নভাবে তদবির করছেন ঘটনাটিকে ধামাচাপা দেয়ার।

আকরামুল ইসলাম/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।