ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেয়ার পর মিঠু নিখোঁজ


প্রকাশিত: ০১:২৯ পিএম, ০৮ জুলাই ২০১৭

ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেয়ার পর থেকে নিখোঁজ রয়েছে ইট ব্যবসায়ী আব্দুল মোমিন মিঠু। বৃহস্পতিবার রাত ৮টা ১০ মিনিটে সাতক্ষীরার পাটকেলঘাটা বাজারের বলফিল্ড মোড়ের সোবহানের চায়ের দোকান থেকে তাকে তুলে নেয়া হয়। এরপর থেকেই তার কোনো সন্ধান মিলছে না।

নিখোঁজ আব্দুল মোমিন মিঠু শহরের পলাশপোল এলাকার মোনাব্বার হোসেনের ছেলে। তিনি ইট ব্যাবসার সঙ্গে জড়িত।

ডিবি পরিচয়ে তুলে নেয়ার ঘটনার সময় মিঠুর সঙ্গে থাকা জুগিপুকুরিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে আবু বক্কার সিদ্দিকী অসীম জাগো নিউজকে বলেন, এসেই পরিচয় দেয় আমরা ডিবি পুলিশ। ডিবি পোশাক পরা ছিল। হাতে হ্যান্ডকাপ ও কাছে অস্ত্র ছিল। জিজ্ঞেস করে তোর নাম কি ? মিঠু উত্তর দেয়া মাত্রই বলে তোকেই খুঁজছি। বলেই হাতে হ্যান্ডকাপ পরিয়ে সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা হয়। এসময় মিঠুর কাছে ব্যবসার ৩০ হাজার টাকা ছিল।

তিনি আরও বলেন, পরবর্তীতে ডিবি অফিসে গিয়ে খোঁজ-খবর নিলে সেখান থেকে বলে এ নামে কাউকেই আমরা গ্রেফতার করিনি। তবে যখন হ্যান্ডকাপ পরিয়ে ধরে নিয়ে আসে তখন আমিসহ আরও অনেকেই সেখানে ছিলাম। এই দুই ডিবি পুলিশকে দেখলে চিনতে পারবো।

নিখোঁজের স্ত্রী নাছিমা বলেন, গত দুইদিন বিভিন্ন জায়গায় খুঁজেও স্বামীর কোনো সন্ধান মিলছে না। ডিবি অফিসে গেলে বলছেন এ নামে কোনো আসামি আমরা গ্রেফতার করিনি। আমার স্বামী কোনো দল পার্টি করে না। আমি আমার স্বামীর সন্ধান চাই।

তবে মিঠু নামের কাউকে আটক করা হয়নি জানিয়ে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আহম্মেদ হাসেশী জাগো নিউজকে বলেন, এমন কাউকে আটক করলে অবশ্যই প্রকাশ করা হতো। জেলা গোয়েন্দা পুলিশের কেউ তাকে আটক করেনি।

আকরামুল ইসলাম/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।