রাজবাড়ীর সেই রেশমী আর নেই


প্রকাশিত: ০৬:৩৮ এএম, ০৯ জুলাই ২০১৭

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার গোবিন্দপুর এলাকার দরিদ্র ভ্যানচালক লাল চাঁদ শেখের মেয়ে রেশমী (১০) মারা গেছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার ভোর ৬টা ২০ মিনিটের দিকে নিজ বাড়িতেই রেশমী মারা যায়।

রেশমী বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোবিন্দপুর এলাকার লাল চাঁদ শেখের তিন সন্তানের মধ্যে সবার বড় এবং উপজেলার স্বাবলম্বী ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।

জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে চলতি বছরের ৩ মে ‘আমি বাঁচতে চাই, দয়া করে আমাকে বাঁচান’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। সংবাদটি প্রকাশের পর অনেকেই শিশু রেশমীকে বাঁচাতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন।

রেশমীর বাবা লাল চাঁদ শেখ জানান, তিনি তার বড় মেয়েকে হারিয়ে আজ অসহায় হয়ে পড়েছেন। সবার সহযোগিতা পেয়েও তিনি রেশমীকে বাঁচাতে পারলেন না বলে আবেগ আপ্লুত হয়ে পড়েন। রেশমীর চিকিৎসার জন্য যারা সহযোগিতা করেছেন সবার কাছে কৃতজ্ঞ প্রকাশ করেন তিনি।

তিনি আরও জানান, রেশমীর জানাজা আজ তার নিজ এলাকার গোবিন্দপুর জামে মসজিদে দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মসজিদ সংলগ্ন কবরস্থানে রেশমীকে দাফন করা হবে।

রুবেলুর রহমান/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।