বগুড়ায় খালাতো ভাইকে গুলি করে হত্যা


প্রকাশিত: ১১:৫৭ এএম, ০৯ জুলাই ২০১৭

বগুড়ার নন্দীগ্রামে রিপন নামের এক ছাত্রলীগ কর্মী তার খালাতো ভাই সাদ্দাম হোসেনকে (২৬) গুলি করে হত্যা করেছে। রোববার বেলা ১২টার দিকে সাদ্দামের বাড়িতে এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত সাদ্দাম নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের শেখের মাড়িয়া গ্রামের মন্টু মিয়ার ছেলে। ঘাতক রিপন পার্শ্ববর্তী সিংড়া উপজেলার খন্দকার বড়মাড়িয়া গ্রামের তোজাম্মেল হোসেনের ছেলে এবং বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি (বহিষ্কৃত) বেনজির আহম্মেদেও ছোট ভাই।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রিপন নন্দীগ্রামের শেখের মাড়িয়া গ্রামের সাদ্দামের বাড়িতে আসে। তারা দু’জন একটি ঘরে বসে গল্প করছিল। এ সময় বাড়িতে অন্য কেউ ছিল না। বেলা ১২টার দিকে বাড়ির লোকজন সাদ্দামের ঘরে গুলির শব্দ শুনে গিয়ে দেখে রিপন দৌড়ে পালিয়ে যাচ্ছে আর সাদ্দাম বিছানায় ছটফট করছে।

এসময় বাড়ির লোকজন সাদ্দামকে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেয়ার আগেই তার মৃত্যু হয়। খবর পেয়ে নন্দীগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, নিহত সাদ্দামের কপালের ডান পার্শ্বে গুলির চিহ্ন দেখা গেছে। ঘটনাস্থল থেকে একটি রিভলবারের গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

তিনি আরো জানান, হত্যাকাণ্ডের কারণ সর্ম্পকে নিহতের পরিবারের লোকজনও কিছু বলতে পারছে না। রিপনকে গ্রেফতার করতে পুলিশ অভিযান শুরু করেছে।

বগুড়া আজিজুল হক কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আসলাম জানান, রিপন সরকারি আজিজুল হক কলেজের ছাত্র না হলেও এই কলেজের এইচএসসি শাখায় ক্লাস করার অনুমতি ছিল তার। এছাড়া বড় ভাইয়ের সুবাদে সে ছাত্রলীগের বিভিন্ন মিছিল মিটিংয়ে অংশ নিত।

লিমন বাসার/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।