রাজবাড়ী বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা


প্রকাশিত: ০১:২০ পিএম, ১০ জুলাই ২০১৭

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজবাড়ী জেলা শাখার অালী নেওয়াজ মাহমুদ খৈয়মকে সভাপতি ও হারুন অর রশিদকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ-দফতর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

rajbariপ্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম অালমগীর রাজবাড়ী জেলা বিএনপির ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছেন।

রাজবাড়ী জেলা বিএনপির নব-নির্বাচিত সভাপতি ও সাবেক এমপি অালী নেওয়াজ মাহমুদ খৈয়ম কমিটি ঘোষণার পর বলেন, জেলা বিএনপির কমিটি ঘোষণা করায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ। এই কমিটি ঘোষণা করায় জেলা বিএনপির সকল নেতাকর্মী এখন উজ্জীবিত এবং এখন সবাই এক হয়ে দলকে সু-সংগঠিত করে অান্দোলন সংগ্রামে কাজ করবে।

রুবেলুর রহমান/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।