ছাত্রী ধর্ষণকারী সেই প্রধান শিক্ষক কারাগারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ১২:৫৬ পিএম, ১২ জুলাই ২০১৭

কিশোরগঞ্জের অষ্টগ্রামে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রধান শিক্ষক মো. আকরব আলীকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।

অষ্টগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মোল্লা জানান, মেয়েটির মায়ের অভিযোগের ভিত্তিতে গত রাতেই ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়। সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

অভিযুক্ত আকবর আলীর বাড়ি অষ্টগ্রাম উপজেলা সদরের দেওয়ান দিঘীরপাড় গ্রামে।

পুলিশ জানায়, অষ্টগ্রাম উপজেলা সদরের ঋষিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরব আলী গত সোমবার সকালে ওই স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রীকে কৌশলে স্কুলের ছাদে নিয়ে ধর্ষণ করেন। রক্তাক্ত অবস্থায় শিশুটি বাড়িতে গিয়ে তার মাকে ঘটনা জানালে তাকে অষ্টগাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ব্যাপারে মেয়েটির মা থানা পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করলে মঙ্গলবার দুপুরে পুলিশ ওই প্রধান শিক্ষককে গ্রেফতার করে। সকালে ধর্ষণের শিকার মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য কিশোরগঞ্জ আড়াইশ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে ছাত্রী ধর্ষণকারী প্রধান শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দবিতে মঙ্গলবার রাতে এলাকায় বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা।

নূর মোহাম্মদ/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।