সোমবার থেকে রাজশাহী বিভাগে পরিবহন ধর্মঘট


প্রকাশিত: ০২:৩৩ পিএম, ২৩ মে ২০১৫

ঢাকায় শ্রমিকদের মারপিট ও গাড়ি ভাঙচুরের ঘটনায় আগামী ২৫ মে থেকে রাজশাহী বিভাগে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটি।

সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে প্রশাসনকে। এ সময়ের মধ্যে ঘোষিত দাবি পূরণ না হলে আগামী ২৫ মে সোমবার সকাল ৬টা থেকে রাজশাহী বিভাগে কর্মবিরতী পালন করবে পরিবহন শ্রমিকরা।

শনিবার বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটির সভাপতি আব্দুল লতিফ মন্ডল।

তিনি বলেন, গত ১৩ মে রাতে নওগাঁ থেকে ঢাকার মহাখালীগামী বাসে সিরাজগঞ্জ রোড থেকে টিকেটধারী ছাত্রলীগের এককর্মী ওঠেন। ওই যাত্রীর নির্ধারিত আসন থাকার পরেও পূর্বে থেকে বাসে ওঠা এক নারী যাত্রীর পাশের আসনে বসেন। পরে ওই নারী যাত্রী বিরক্তবোধ করে সুপারভাইজারকে অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে সুপারভাইজার তাকে সেখান থেকে সরে যেতে বললে ওই ছাত্রলীগ কর্মী ঝগড়ায় জড়িয়ে পরেন। এরপর বাসটি মহাখালীর আমতলীতে পৌঁছামাত্রই সেখানে পূর্ব থেকে অপেক্ষায় থাকা দুর্বৃত্তরা বাসটিতে হামলা করে। এসময় হামলাকারীরা বাসের গ্লাস ভাঙচুর, চালক, হেলপার ও সুপারভাইজারকে পিটিয়ে আহত করে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে পুলিশ দুইজনকে গ্রেফতার করে। পরে ১৪ মে তিতুমীর কলেজের ছাত্রলীগের সভাপতি তাদের ছাড়িয়ে নিয়ে যায়।

সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটির সহ-সভাপতি কামরুল মোর্শেদ আপেল, বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি আলহাজ জহুরুল ইসলাম সওদাগর, সহ-সাধারণ সম্পাদক আলাল উদ্দিন, আনোয়ার হোসেন রানা, সাংস্কৃতিক সম্পাদক মাহবুবুর রহমান মানিকসহ অনেকেই উপস্থিত ছিলেন।


লিমন বাসার/ এমএএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।