শেরপুরের মেয়র ও শিবগঞ্জের ভাইস চেয়ারম্যান বরখাস্ত


প্রকাশিত: ১০:৫৪ এএম, ২৬ মে ২০১৫

বগুড়ার শেরপুর পৌরসভার মেয়র ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক স্বাধীন কুমার কুণ্ডু এবং শিবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা আব্দুস সামাদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গত সোমবার বিকেলে তাদের বরখাস্তের আদেশ জারি করে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। তাদের দুজনের বিরুদ্ধেই ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে।

শেরপুর পৌর মেয়র স্বাধীন কুমার কুণ্ডুকে সাময়িক বরখাস্ত করে প্যানেল মেয়রকে দায়িত্ব পালন করতে বলা হয়েছে ওই আদেশে। পৌরসভার প্যানেল মেয়র ফিরোজ আহমেদ জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব খলিলুর রহমান স্বাক্ষরিত পত্রটি সোমবার বিকেলে শেরপুরে পৌঁছে। ওই চিঠিতে পৌর মেয়রের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনের এক মামলায় অভিযোগপত্র দাখিল হওয়ায় তাকে বরখাস্ত করা হয়। তার বিরুদ্ধে আরও তিনটি মামলা রয়েছে বলে প্যানেল মেয়র জানান।

এদিকে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম জানান, গত সোমবার বিকেলে শিবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদকে সাময়িক বরখাস্ত সংক্রান্ত একটি চিঠি তিনি পেয়েছেন। ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি এবং বগুড়া সদর থানায় দুটি নাশকতার মামলা দায়ের এবং ওই সব মামলায় অভিযোগপত্র দাখিল হওয়ায় তাকে বরখাস্ত করা হয়েছে।

লিমন বাসার/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।