ফেসবুকে প্রধানমন্ত্রীর বিকৃত ছবি : ৫৭ ধারায় যুবক গ্রেফতার
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট করার দায়ে রাজবাড়ীর বালিয়াকান্দিতে মোল্লা রফিক (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাতে ওই যুবককে চুয়াডাঙ্গা জেলা শহর থেকে গ্রেফতারের পর আজ রোববার সকালে রাজবাড়ীর বালিয়াকান্দি থানায় আনা হয়েছে।
গ্রেফতার মোল্লা রফিক উপজেলার জামালপুর ইউনিয়নের লক্ষণদিয়া এলাকার কবির রহমানের ছেলে।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসিনা বেগম এর সত্যতা নিশ্চিত করে জানান, মোল্লা রফিক সমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীর বিকৃত ছবি পোস্ট করায় জামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামিম মিয়া আইসিটি আইনের ৫৭ ধারায় থানায় একটি মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে চুয়াডাঙ্গা থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়।
রুবেলুর রহমান/এফএ/এমএস