মহাস্থান শীলাদেবীর ঘাটের শতাধিক গাছ কর্তন


প্রকাশিত: ১১:৩৬ এএম, ০১ জুন ২০১৫
ফাইল ছবি

বগুড়ার মহাস্থানে হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান শীলাদেবী ঘাটে প্রায় দেড়শটি গাছ রাতের আধারে কেটে ফেলেছে দুর্বৃত্তরা। পূর্ব শক্রতার জের ধরে রোববার রাতে গাছগুলো কেটে ফেলা হয় বলে অভিযোগ করেছেন শীলাদেবী ঘাট উন্নয়ন কমিটির নেতৃবৃন্দরা।

কেটে ফেলা গাছগুলোর আনুমানিক মূল্য প্রায় লক্ষাধিক টাকা। এ ঘটনায় সোমবার শিবগঞ্জ থানায় সাধারণ ডাইরী (জিডি) করা হয়েছে।

মহাস্থান শীলাদেবী ঘাট মহাতীর্থ ও মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক রাম নারায়ন কানু জানান, ঐতিহাসিক শীলাদেবী ঘাট তীর্থস্থান ও মহাশ্মশানের যাত্রী ছাউনি দক্ষিণ-পশ্চিম পাশে গত ৩ বছর আগে ১৫০টি ইউক্যালিপ্ট্যাসের গাছ লাগানো হয়। কিন্তু রাতের আধারে কে বা কারা গাছগুলো কেটে ফেলে রাখে গেছে।

শিবগঞ্জে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

লিমন বাসার/এআরএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।