রাজবাড়ীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৩:০৮ এএম, ১২ আগস্ট ২০১৭

রাজবাড়ী জেলা সদরের মিজানপুর ইউনিয়ন থেকে পাঁচ মামলার আসামি নায়েব আলী ওরফে গেদা (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেফতার করেছে রাজবাড়ী ডিবি পুলিশ।

শুক্রবার দিবাগত রাতে মিজানপুর ইউনিয়নের দয়ালনগর গ্রাম থেকে তাকে ২৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত নায়েব আলী ওরফে গেদা মিজানপুর ইউনিয়নের বড় চর বেনিনগর গ্রামের মৃত বালাজ শেখের ছেলে।

রাজবাড়ী ডিবি পুলিশের ওসি ওবাইদুর রহমান জানান, পুলিশ সুপার সালমা বেগমের নির্দেশনায় জেলা সদরের মিজানপুর ইউনিয়ন থেকে গেদা নামের এক চিহিৃত মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৭৫ হাজার টাকা। এছাড়া তার বিরুদ্ধে ৪টি মাদক ও ১টি ডাকাতিসহ ৫টি মামলা রয়েছে।

রুবেলুর রহমান/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।